আরজি কর ঘটনায় সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

আরজি করে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মতে ‘রাজ্য সরকারের উচিত অবিলম্বে এই ঘটনার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করা।’

সরকারি স্তরে ঘটনার তদন্তে গঠিত তদন্ত কমিটিকেও নিশানা করে শুভেন্দু স্পষ্ট বলেন, ‘শারীরিক নির্যাতন করে তরুণী ডাক্তারি পড়ুয়াকে খুন করা হয়েছে। ধর্ষণের সম্ভাবনার বিষয়টিও সামনে আসছে।’ পাশাপাশি এও বলেন, ‘কলকাতার বুকে নামকরা মেডিক্যাল কলেজে তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। এই ঘটনা তার চূড়ান্ত রূপ। আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলব মাঠে নামতে। প্রয়োজনে পতাকা ছাড়া নামুন।’

একইসঙ্গে এও জানান, ‘রাজ্যের প্রধান বিরোধী দল এবং বিরোধী দলনেতা আপনাদের পাশে আছে বলেও মন্তব্য করেন শুভেন্দু। এদিকে যদি রাজ্য সরকার এই ঘটনার তদন্তভার সিবিআইকে না দেয় তাহলে পরিবারকে শুভেন্দু অধিকারীর পরামর্শ, আপনারা আদালতের দ্বারস্থ হন।‌ আপনাদের পাশে থাকব।’

প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তিনি চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ডিপার্টমেন্টের সেমিনার রুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পাশেই পড়েছিল মোবাইল, ল্যাপটপ, ব্যাগও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ মাটিতে পড়ে ছিল। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই পড়ুয়ার দেহের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন ছিল। পরনের পোশাকও খুবই অল্প ছিল। পরিবারের অভিযোগ, ধর্ষণের পরে খুন করা হয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রী মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ডিন অব স্টুডেন্টস অ্যাফেয়ার বুলবুল মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয় তদন্ত কমিটি। পুলিশের তরফেও ঘটনার তদন্তে গঠন করা হয়েছে সিট।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − two =