আরজি কর কাণ্ডের প্রতিবাদে জরুরি পরিষেবা ব্যতিরেকে চিকিৎসকদের কর্মবিরতি

আরজি কর কাণ্ডের প্রতিবাদে জরুরি পরিষেবা ব্যতিরেকে চিকিৎসকদের কর্মবিরতির ডাক একের পর এক হাসপাতালে। কর্মবিরতি সিএন‌এমসি, কলকাতা মেডিক্যাল কলেজ, এন‌আর‌এস, এস‌এসকেএম‌ও। কর্মবিরতি জেলার হাসাপাতালেও। আরজি করের ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে এমার্জেন্সি পরিষেবা সচল রেখে বাকি পরিষেবার ক্ষেত্রে কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ শুরু করেন জুনিয়ার চিকিৎসকেরা। অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারেরাও। হাসপাতালের সুপার অফিসের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। অন্যদিকে ঘটনায় জল গড়িয়েছে দিল্লিতেও। দেশের সব ডাক্তার অ্যাসোসিয়েশনকে এই ঘটনার প্রতিবাদে নামার আবেদন জানিয়েছে এইমস আরডিএ। ইতিমধ্যেই এইমস আরডিএ-র তরফে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে বিবৃতি দিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এই ঘটনা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে চিকিৎসকদের তরফে। সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন দিল্লির বিভিন্ন হাসপাতালের ডাক্তারেরা। এদিকে কলকাতা মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি। বহির্বিভাগ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকে কিছুটা সময় খোলা থাকলেও এক ঘন্টার কাছাকাছি সময় ধরে বন্ধ বহির্বিভাগ। দূর দূরান্ত থেকে যে সমস্ত রোগীরা এসেছেন বর্হিবিভাগের বাইরে তাঁদের লম্বা লাইন। কিছু ক্ষেত্রে স্লিপ ইস্যু করা হলেও ওষুধ নিতে পারছেন না রোগীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =