নিহত মহিলা চিকিৎসকের বাবার অভিযোগের আঙুল আরজি করের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের দিকেই

সোমবার দুপুরেই উত্তর চব্বিশ পরগণার সোদপুরে আর জি করের নিহত ডাক্তারি পড়ুয়ার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় আধ ঘণ্টা ধরে নির্যাতিতার বাবা মা এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি৷ এর পরেই কলকাতা পুলিশকে সময়সীমা বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সাত দিনের মধ্যে কিনারা না হলে আর জি কর কাণ্ডের তদন্তভার সিবিআই-কে দেওয়া হবে৷

মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে সাক্ষাতের পর মুখ খুললেন আরজি কর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের বাবা৷ সোমবার রাতে তিনি বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর উপরে পূর্ণ আস্থা রেখেছি। বিভিন্ন সংগঠন থেকে আসা মানুষের কাছে আমরা একটাই দাবি রেখেছি, আমরা ন্যায় বিচার চাই। ডাক্তার থেকে শুরু করে ফরেন্সিক বিশেষজ্ঞ যাঁরাই এসেছেন, আমরা একই কথা বলেছি। ময়নাতদন্তের রিপোর্ট দেখে তাঁরা বলেছেন,এটা একজনের কাজ নয়। পুলিশ তদন্ত করছে। পুলিশের উপরে আস্থা রেখেছি।’

মেয়ের এই নৃশংস পরিণতির জন্য নিহত চিকিৎসকের বাবা আনলেন চাঞ্চল্যকর এক অভিযোগ। তিনি জানান, ‘আর জি কর হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যারা রয়েছে, তাদেরকেই আমরা সন্দেহের তালিকায় রেখেছি৷’

প্রসঙ্গত, সোমবার সোদপুরে নির্যাতিতার বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা এই মামলাটা ফাস্টট্র্যাক কোর্টে তুলব যাতে দ্রুত বিচার হয়৷ দোষীর ফাঁসি চাওয়া হবে৷ কিছু লোক এখনও সামাজিক অবক্ষয়ের মধ্যে আছে৷ মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ, তার উপর এরকম অত্যাচার করেছি৷ ওখানে নার্সরা ছিলেন, হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তার পরেও কীভাবে এই ঘটনা ঘটল আমি এখনও বুঝতে পারছি না৷’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =