আর জি করে হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকদের রোগীদের স্বার্থে কাজে ফেরার আবেদন জানাল কলকাতা হাইকোর্ট৷ সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করে চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
মঙ্গলবার আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ একইসঙ্গে আদালতের তরফ থেকে এও জানানো হয়েছে যে, আদালতের নজরদারিতেই তদন্ত চলবে৷ নির্দিষ্ট সময় অন্তর হাইকোর্টকে তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দিতে হবে সিবিআইকে৷ সঙ্গে এ জানানো হয়েছে, তিন সপ্তাহ পর ফের হাইকোর্টে মামলার শুনানি হবে৷
পাশাপাশি, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এদিন আরজি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে৷ আপাতত তাঁকে ছুটিতে যাওয়ার এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদে যোগ না দিতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে আর জি কর কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি৷
কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা৷ নিজেদের মধ্যে আলোচনা করেই তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে৷