আরজি কর কাণ্ডে দোষীদের ফের কঠোর শাস্তির দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্র মারফত জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিলোত্তমা কাণ্ডে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। এক্ষেত্রে অভিযুক্তরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় রয়েছেন তা বিচার না করার কথাও জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি তাঁর ঘনিষ্ঠ মহলে এও জানিয়েছেন, কোনও রাজনীতির রঙ না দেখেই অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া উচিত। এর আগেই তিনি ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারের মতো কড়া শাস্তির বিধানের দাবি জানিয়েছিলেন।
আরজি কর কাণ্ডে একজন নয়, একাধিক ব্যক্তি জড়িত থাকার তত্ত্বই ক্রমশ্য জোরাল হচ্ছে। আর সেই সময়ই অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে আবারও সরব অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
আরজি কর কাণ্ডে কাউকে আড়াল করা হচ্ছে কি না, তা নিয়ে ইতিমধ্য়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সময়ই তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের ঘনিষ্ঠ মহলে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।