মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিধানসভায় ধরনা শুভেন্দু অধিকারীর

আরজি কর কাণ্ডের আঁচ বিধানসভায়। বুধবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ধরনায় বসলেন বিজেপি বিধায়করা। এদিন বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। সুর চড়িয়ে শুভেন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের লজ্জা নেই। আজ অন্তত কন্যাশ্রী দিবসের উৎসব বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। এই ন্যক্করজনক ঘটনার প্রতিবাদে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ পথে নামছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন না হচ্ছেন, ততদিন লড়াই চলবে’, বলেও বার্তা দেন বিরোধী দলনেতা।

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশে। দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। বুধবার বিধানসভা থেকে এই ইস্যুতে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিধানসভায় প্ল্যাকার্ড হাতে বসেছেন ধরনায়। এরই রেশ ধরে  বিরোধী দলনেতা বলেন,  ‘এই ঘটনার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে।ডাক্তাররা যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, আমরা ওনাদের সঙ্গে আছি।’ পাশাপাশি রাজ্যের এই উত্তাল পরিস্থিতিতে কন্যাশ্রী দিবস পালন করা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘ এই মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের লজ্জা নেই। কন্যাশ্রী দিবস আজ। দিনটা পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু এই পরিস্থিতিতে কী কোনও প্রয়োজন ছিল ধনধান্য অডিটোরিয়ামে ৩০০০ লোককে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করার? এত মানুষের জন্য খাওয়ার আয়োজনও করা হয়েছে। এই পরিস্থিতিতে এটা কাম্য? একদিকে গোটা বাংলা-বাঙালি কাঁদছে, ভারত শামিল। মহিলা আতঙ্কিত। আর মুখ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 10 =