স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা দমদম বিমানবন্দরে

স্বাধীনতা দিবসে কোনওরকম নাশকতা ও অপ্রীতিকর ঘটনা তৎপর পুলিশ। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দমদম বিমানবন্দর। ইতিমধ্যে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জারি হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তাজনিত কারণে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। ৬ স্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে এয়ারপোর্টে। তারমধ্যে ৫ স্তরের সিকিউরিটি দেখছেন সিআইএসএফ জওয়ানরা। শেষ ধাপে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা দেখে নিচ্ছেন বিমান বন্দরের কর্মীরা। শুধু তাই নয়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই সিআইএসএফ জওয়ানরা অতিরিক্ত শিফটে কাজ করছেন বলেও জানা গিয়েছে। প্রস্তুত রয়েছে ডগ স্কোয়াডও।

এদিকে দমদম বিমান বন্দরে প্রথম নাকা চেকিং চলছে এন্ট্রি গেটে। এরপর ডিপার্চার এন্ট্রি গেটেও ফের একবার চলছে তল্লাশি। ভিতরে ঢোকার পরেও আরও এক প্রস্থ চেকিং। চতুর্থ স্তরের চেকিংকে বলা হচ্ছে এরিয়া ডমিনেশন সিস্টেম। এই ক্ষেত্রে কোনও যাত্রী যাতে তাঁদের লাগেজ রেখে যেতে না পারে সেদিকে নজর রাখছেন ওই জায়াগায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। পরের পর্যায়ের চেকিং চলছে সিকিউরিটি হোল্ড এরিয়াতে। শেষ ধাপের চেকিং চলছে বোর্ডিং গেটে। যা করছেন এয়ারলায়েন্সের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − four =