দলীয় মুখপাত্রের পদ খোয়ানোর পরও আরজি করে মাইকিং করলেন শান্তনু

ঘটনাচক্রে দলীয় মুখপাত্রের পদ খুইয়েছেন বৃহস্পতিবারই। এরপরই আরজি করে অন্য রূপে দেখা গেল তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেনকে। বৃহস্পতিবার আরজি কর হাসপাতালে মাইকিং করতে দেখা যায় তাঁকে। এদিন শান্তনু সেন মাইক হাতে বলতে থাকেন, ‘যাঁরা এখানে আন্দোলন করছেন তাঁদের সলিডারিটি জানাতে এসেছি। একইসঙ্গে আমরা দাবি করছি এই আন্দোলনরত ছাত্র ছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের উপর গতকাল মধ্যরাতে যে দুষ্কৃতী হামলা হয়েছে, হাসপাতালের সম্পত্তি নষ্ট করেছে তাদের শাস্তি হোক। সোশ্য়াল মিডিয়ায়, টিভিতে তাদের ছবি দেখেছি। পুলিশ চাইলে চিনতে অসুবিধা হবে না।’

এরই পাশাপাশি এদিন শান্তনু সেন পড়ুয়া, নার্সদের নিরাপত্তার দাবি তোলেন। বলেন, দলমত নির্বিশেষে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এদিনের মধ্যেই। শুধু তাই নয়, এদিন বারবারই শান্তনু সেনের মুখে শোনা যায়, আরজি কর মেডিক্যাল কলেজ এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কথা। তিনি সেই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবেই এদিন এসেছেন বলে বার্তা দেন।

প্রসঙ্গত, আরজি কর নিয়ে গত কয়েকদিনে একাধিকবার মুখ খুলেছেন শান্তনু সেন। মুখ খুলেছেন তাঁর স্ত্রীও। এই আবহে বুধবার রাতে দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটে আরজি করে। আর এসবের মধ্যেই বৃহস্পতিবার সকালে শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরানোর কথা ঘোষণা করা হয়। দলের আরেক মুখপাত্র জয়প্রকাশ মজুমজার বলেন, দল মনে করেছে তাই সরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + twelve =