দুই বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে লালবাজারে যাবেন তাঁদের সহকর্মীরাও

শহরের দুই বিশিষ্ট চিকিৎসককে সোমবার লালবাজারে তলব করা হয়েছে। এদিন ডাকা হয়েছে চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে। এই তলব নিয়ে প্রথম থেকেই সোচ্চার চিকিৎসক মহল। তাই সর্বতোভাবে এই দুই চিকিৎসকের পাশে দাঁড়াচ্ছে তাঁদের সহকর্মীরা। এদিকে সূত্রে খবর, কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লালবাজার পর্যন্ত মিছিল করে যাবেন এই দুই চিকিৎসকের সহকর্মীরা। থাকবেন তাঁদের আইনজীবীরাও। যতক্ষণ না পর্যন্ত দুই চিকিৎসক লালবাজার থেকে বেরোচ্ছেন, ততক্ষণ থাকবেন তাঁরা। লালবাজার সূত্রে খবর, এই দুই চিকিৎসকের সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যের সত্যতা যাচাই করার জন্যই তাঁদের তলব করা হয়েছে।

এ প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানান, ‘আমাদের নামে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। আমরা কোথাও নিহতের নাম পরিচয় প্রকাশ্যেও আনিনি। কোনও ভুল খবর ছড়াইনি। তথ্য প্রমাণ ছাড়া কোনও কথা বলিনি।’

অন্যদিকে কুণাল সরকারের বক্তব্য, ‘ভাবুন আমার আপনার চোখের সামনে দিয়ে একটি ৩১ বছরের পড়ুয়াকে দুমড়ে মুষড়ে নৃশংসভাবে মারা গেছে। আপনাদের সঙ্গে আমরা কথা বলব। আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। কিন্তু সমাজের মধ্যে এই যে অসন্তোষ, সমাজের মধ্যে এই যে প্রশ্নের তীব্রতা, মানুষকে ভয় দেখিয়ে তা ঠাণ্ডা করা যাবে না।’

আরজি করকাণ্ডে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদমাধ্যমে বিশিষ্টদের বক্তব্যের উপর নজর রাখছে কলকাতা পুলিশ। কোনওরকম ভুয়ো খবর, প্ররোচনামূলক কথা কিংবা অশান্তি বাধতে পারে এমন মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারও মন্তব্য নিয়ে প্রশ্নের উদ্রেক হলে, লালবাজারে তলবও করা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক জনের কাছে তলববার্তাও গিয়েছে। আজ দুই বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলতে চায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =