অভিযুক্তরা ধরা না পড়া পর্যন্ত আন্দোলন চলবে, জানাল আন্দোলনকারী ডাক্তারি পড়ুযারা

মঙ্গলবার নিয়ে বারো দিনে পড়ল আরজি করে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন। বিক্ষোভকারীরা পরিষ্কার জানালেন, তাঁদের কর্মবিরতি জারি থাকবে। তাঁদের অনুমান আরজি কর ঘটনার নেপথ্যে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন। তাই যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তরা ধরা পড়বেন ততক্ষণ আন্দোলন চলবে। একইসঙ্গে চলবে কর্মবিরতিও। সুপ্রিম কোর্টের উপর সম্পূর্ণ আস্থা রেখে আন্দোলনকারী চিকিৎসকরা জানান , প্রতিটি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে যে জুনিয়র ডক্টর ফ্রন্ট গঠন করা হয়েছে সেখানে সবিস্তারে আলোচনা করা হবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে। তবে প্রাথমিকভাবে কর্মবিরতি চলবে। তার কারণ যে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে তা দেখে তাঁদের মনে হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসাবে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। একই সঙ্গে সিবিআই তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে সেই বিষয়েও তারা নজর রাখতে চাইছেন।

এদিকে সুপ্রিম কোর্টোর নির্দেশ প্রসঙ্গে আন্দোলনকারীরা স্পষ্ট জানান, কর্মবিরতি জারি থাকবে। সিবিআই তদন্তের গতিপ্রকৃতি কী সেটা জানতে চাইছি। একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।পুলিশ প্রশাসন কমপ্লিট ফেলিওর সেটা কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন‌ই বলে দিচ্ছে।তাঁরা আরও বলেন, ‘আমরা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে এসেছি। সীমান্তে লড়াই করছি না। কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে? সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রয়েছে।প্রসঙ্গত, উল্লেখ্য, নিরাপত্তার অভাব বোধ করায় অনেক নার্স ও চিকিৎসক হস্টেল ছেড়ে চলে গিয়েছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে এ কথা উল্লেখ করা হয়। এরপরই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, হাসপাতালে ও হস্টেলে নিরাপত্তা নিশ্চিত করতে সিআইএসএফ মোতায়েন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − three =