আরজি কর কাণ্ডের নৃশংসতায় ফুঁসছে কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্য। ভারতের বিভিন্ন জাযগাতেও পথ নেমে বিচার চেয়ে সরব হতে দেখা গেছে সাধারণ মানুষকে। এই আন্দোলনের আঁচ লেগেছে বিশ্বজুড়ে। বিভিন্ন সংস্থা থেকে এক একটি দিন বেছে নিয়ে পালা করে চলছে প্রতিবাদ। মানুষের মনের এই আগুন যেন নেভার নয়। তাই গলি থেকে রাজপথে কণ্ঠ তুলছেন সকলেই। এই তালিকা থেকে বাদ পড়েননি বঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিলোত্তমা কাণ্ডে জানিয়েছিলেন তাঁর প্রতিক্রিয়া। তবে তাতে রে–রে করে উঠেছে সকলে। ‘কীভাবে তিনি এই ঘটনাকে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বললেন?’ তা নিয়ে উঠেছে প্রশ্ন। শুধু তাই নয, সোশ্যাল মিডিয়ায় উঠেছে ‘দাদাগিরি বয়কটের দাবি’ও। সেই সময়ই সৌরভ নিজের প্রোফাইল করলেন কালো। শুধু তিনি নন, একই কাজ করেন ডোনা গঙ্গোপাধ্যায় ও সানা।
তবে এখানেই থেমে থাকল না গঙ্গোপাধ্যায় পরিবারের প্রতিবাদ। এবার পথে নামতে চলেছেন নাকি সৌরভ। ডোনা গঙ্গোপাধ্যায়, পেশায় তিনি নৃত্যশিল্পী, এবার তাঁর বেহালার নাচের স্কুল দীক্ষামঞ্জরী থেকে ডাকা হল পদমিছিল। তিলোত্তমার বিচার চেয়ে এবার নৃত্যশিল্পীদের নিয়ে পথে হাঁটবেন ডোনা গঙ্গোপাধ্যায়। ২১ অগাস্ট সন্ধ্যে সাড়ে সাতটায় হবে এই মিছিল। এই মিছিলেই পা মেলানোর কথা সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তিলোত্তমার পরিবারের পাশে দাঁড়াতে, বাংলার মেয়ের বিচার চাইতে, টলিপাড়ার শিল্পীরাও নেমেছিলেন পথে, পথে নেমেছিলেন সঙ্গীত শিল্পীরাও। বিনোদন জগতের বিভিন্ন বিভাগ পথে নেমে চিৎকার করে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। এবার সেই প্রতিবাদে সামিল হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।