আরজি করে সিআইএসএফ ডিজি, কথা বললেন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গেও

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বুধবার সকালেই আরজি কর হাসপাতালে পৌঁছল সিআইএসএফ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আরজি করের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফকে মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। এরপর এদিন সকাল ৯টা নাগাদই আরজি কর হাসপাতাল চত্বরে আধিকারিকদের নিয়ে পৌঁছে যান সিআইএসএফ-এর ডিজি কুমার প্রতাপ সিং৷ হাসপাতালে পৌঁছেই কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের ডিসি কানোয়ার ভূষণের সঙ্গে কথা বলেন তিনি। এরপর স্বাস্থ্য দফতরের আধিকারিক দ্বৈপায়ন ঘোষের সঙ্গেও আলোচনা করেন সিআইএসএফ কর্তা। আলোচনা করার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন অংশও ঘুরে দেখেন সিআইএসএফ কর্তা৷ হাসপাতালের কোথায় নিরাপত্তার জন্য কতজন জওয়ান প্রয়োজন, প্রাথমিক ভাবে সেই হিসেব করে নেন সিআইএসএফ আধিকারিকরা৷ হাসপাতালের কোথায় কটি গেট রয়েছে, কতগুলি বিভাগ রয়েছে, তা নিয়েও আলোচনা সেরে নেন তাঁরা৷ হাসপাতালের কোন অংশে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন, তাও খতিয়ে দেখেন সিআইএসএফ আধিকারিকরা। তবে হাসপাতাল পরিদর্শন করে বেরিয়ে যাওয়ার সময় সিআইএসএফ কর্তা কোনও মন্তব্য করতে চাননি৷ তিনি শুধু বলেন, ‘আমাদের কাজটা আমাদের করতে দিন৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =