সেবি থেকে ৫ বছর নিষিদ্ধ ঘোষণা অনিল আম্বানিকে

বড়সড় সমস্যায় মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি। তহবিলের গতিপথ ঘোরানোর মামলায় এবার অনিল আম্বানিকে ৫ বছরের জন্য সিকিউরিটি মার্কেট থেকে নিষিদ্ধ ঘোষণা করল  ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ বা সেবি। অনিল ছাড়াও আরও ২৪ অস্তিত্বকে ৫ বছরের জন্য এই মার্কেটে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ২৪এর মধ্যে রয়েছেন রিলায়েন্স হোম ফাইনান্সের প্রাক্তন এক্সিকিউটিভরাও। সংস্থার তহবিলের গতিপথ ঘোরানোর কেসে এই পদক্ষেপ নিয়েছে সেবি। এখানেই শেষ নয়। তহবিল সংক্রান্ত মামলায় অনিল আম্বানিকে ২৫ কোটি টাকা জরিমানা দিতেও বলা হয়েছে। সেবির তরফে জানানো হয়েছে, রিলায়েন্স হোম ফাইনান্সের কয়েকজন শীর্ষ কর্তা, অনিল আম্বানি এবং অন্য ২৪টি সংস্থাকে সরকারি নিয়ম না মেনে প্রতারণার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী পাঁচ বছর সিকিউরিটিজ মার্কেটের সঙ্গে কোনওভাবে যুক্ত থাকতে পারবেন না তিনি। একই সঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার তালিকাভুক্ত কোনও পাবলিক কোম্পানির কোনও পদে থাকতে পারবেন না অনিল।

২০২২ সালে ফেব্রুয়ারি মাসে অনিল-সহ তিনজনের বিরুদ্ধে বেআইনিভাবে রিলায়েন্স হোম ফাইনান্স সংস্থার তহবিল থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরেই তাঁদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই অন্তর্বর্তী নির্দেশে সেবি জানিয়েছিল, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার তালিকাভুক্ত কোনও পাবলিক কোম্পানির পদে থাকতে পারবেন না অনিল। যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে৷ তাঁকে ডিরেক্টর, প্রোমোটর পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।’ এবার চূড়ান্ত নির্দেশেও সেবি জানাল, কোনও সংস্থার কোনও পদেই আর থাকতে পারবেন না অনিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − three =