আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে ২৭ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’৷ যদিও এই নবান্ন অভিযানের প্রথম সারিতেই উপস্থিত থাকার কথা বিজেপির নেতাদের। এদিকে, নবান্ন অভিযান বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য৷ কিন্তু তা খারিজ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্মট ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ৷ এ বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত৷
এদিকে, ওইদিনই রয়েছে ইউজিসি-র নেট পরীক্ষা। এবার তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট দিতে দেখা গেল কলকাতা পুলিশকে৷
পোস্টে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, ‘ ২৭ অগাস্ট, ইউজিসি -র নেট পরীক্ষার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯.৩০ থেকে ১২.৩০, এবং বিকেল ৩.০০ থেকে ৬.০০ পর্যন্ত। সেদিনই ‘নবান্ন অভিযান’-এর আহ্বান জানিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামক গোষ্ঠী। এই অভিযানের কারণে যাতে কোনও নেট পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধায় না পড়েন, সেই উদ্দেশ্যে রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। কোনওরকম অসুবিধেয় পড়লে অনুরোধ, নিকটবর্তী পুলিশকর্মীর সাহায্য নিন অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।’
সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন ও লাগোয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন ২১ জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার, ১৩ জন এসপি বা ডিসি পদমর্যাদার অফিসার, ১৫ জন এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসার, ২২ জন এসি বা ডেপুটি এসপি পদমর্যাদার আধিকারিক, এমনকী, ২৬ ইনস্পেক্টরও।