সোমবার আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে তলব সিবিআইয়ের

আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে তলব করল সিবিআই। রবিবারই এন্টালিতে তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব। এই প্রথম সঞ্জয় বশিষ্ঠকে তলব করা হল।

প্রসঙ্গত, রবিবার সকালে সিবিআই টিম একসঙ্গে ১৫ জায়গায় হানা দেয়। তারই মধ্যে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। সাত সদস্যের টিম রবিবার সকালেই পৌঁছে যায় তাঁর বাড়িতে।

জানা গিয়েছে, রবিবার তল্লাশির সময়ই সঞ্জয় বশিষ্ঠের হাতে নোটিস ধরিয়েছিল সিবিআই। তখনই সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, আরজি কর হাসপাতালের ছত্রে ছত্রে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারেন প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত এই সঞ্জয় বশিষ্ঠ। তিনি এই দুর্নীতি সম্পর্কে জানতেন কি না, দুর্নীতিতে তিনিও জড়িত কিনা, তা তদন্ত করে দেখতেই তলব করা হয় সঞ্জয় বশিষ্ঠকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 5 =