নিরাপত্তা বৃদ্ধি সময়সীমা বৃদ্ধি করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি-সহ একাধিক এলাকায়। এর মধ্যে রয়েছে রাজ্যের মুখ্য সচিব, ডিজির বাংলোর পার্শ্ববর্তী এলাকাও।
কলকাতা পুলিশের রিপোর্টের ভিত্তিতে আগেই মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন একাধিক এলাকায় ১৬৩ নম্বর ধারা জারি করা হয়েছিল। এই ১৬৩ ধারা জারি করা এলাকার মধ্যে ছিল হরিশ মুখার্জি রোডের কিছুটা অংশ, বলরাম বোস ঘাট রোড থেকে হাজরা রোড ক্রসিং পর্যন্ত বেশ কিছু এলাকা।
পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, ডিজির বাংলোর চারপাশেও ১৬৩ ধারা জারি করলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। প্রসঙ্গত, এই ১৬৩ নম্বর ধারা জারি করা এলাকার মধ্যে পড়েছে ভবানী ভবনও। জাজেস কোর্ট রোড ক্রসিং থেকে বেকার রোড ক্রসিং, বেলভিদার রোড ক্রসিং এলাকায় জারি হয়েছে ১৬৩ নম্বর ধারা। এরপর বুধবার থেকে আগামী ২৬ অক্টোবর ৬০ দিন থাকবে এই ১৬৩ নম্বর ধারা জারি থাকবে বলে নির্দেশ দেন কলকাতার পুলিশ কমিশনার।
বিভিন্ন সূত্র মারফত আসা খবর অনুযায়ী পুলিশ জানতে পেরেছে এই এলাকাগুলিতে আগামিদিনে জমায়েত হতে পারে। এই জমায়েতের ফলেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেই জন্যই এই পদক্ষেপ কলকাতা পুলিশের।