ধীরে ধীরে উন্নতি ঘটছে কলকাতা পুলিশ আধিকারিকের দৃষ্টিশক্তির

ধীরে ধীরে ফিরে আসছে নবান্ন অভিযানের দিন আহত পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তীর দৃষ্টিশক্তি, এমনটাই জানাল বাইপাস লাগোয় যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তার চিকিৎসকেরা। সঙ্গে এও জানানো হয়েছে, দু সপ্তাহের মধ্যেই দেবাশিসবাবুর আঘাতপ্রাপ্ত চোখের দৃষ্টিশক্তি অনেকটাই স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেছেন তাঁরা।

এদিকে বৃহস্পতিবার ওই আহত সার্জেন্টকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা। অন্যদিকে সার্জেন্টের উপরে হামলার ঘটনায় মহেশতলার বাসিন্দা এক তরুণীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বাকিদেরও খোঁজ চলছে৷

গত ২৭ তারিখ নবান্ন অভিযানের সময় হেস্টিংসের কাছে বিক্ষোভকারীদের ছোড়া ইট এসে লাগে পুলিশের গাড়িতে থাকা দেবাশিস চক্রবর্তীর চোখে৷ সঙ্গে সঙ্গেই দৃষ্টিশক্তি হারান তিনি৷ তাঁকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি চোখের হাসপাতালে ভর্তি করা হয়৷

ওই হাসপাতালের পক্ষ থেকে এ দিন জানানো হয়েছে, আহত ওই সার্জেন্টের চোখে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে৷ তাঁর চোখের দৃষ্টিশক্তি কিছুটা হলেও ফিরে এসেছে৷ আলো ফেললে চোখের সামনে হাত অথবা আঙুলের নড়াচড়া বুঝতে পারছেন দেবাশিস। তবে এখনও ওই পুলিশকর্মীর চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে রয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের আশা, সপ্তাহ দুয়েকের মধ্যে নিজে থেকেই ওই জমাট বাঁধা রক্ত সরে যাবে। তখন ওই সার্জেন্টের দৃষ্টিশক্তি আরও অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলেই মনে করছেন চিকিৎসকরা। তিনি আগের মতোই কাজেও ফিরতে পারবেন বলেই হাসপাতালের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =