অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঁড়িয়ে প্রতারণা, ধৃত ১

ধরা পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোটি কোটি টাকার তোলাবাজি। আর এই কোটি কোটি টাকার তোলাবাজি নিউটাউনের কৌশিক সরকার চালিয়েছে রাজ্য সরকার,  এমনকী কেন্দ্রীয় সরকারের সঙ্গেও যোগাযোগ রয়েছে বলে সাধারণ মানুষের কাছে দাবি করে। আর একইসঙ্গে সে টাকা আদায় করতো কাজ করে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে।হাবভাব, চালচলন দেখে অনেকেই ভাবতেন, এই ব্যক্তির ক্ষমতা নেহাত কম নয়। শুধু তাই নয়, তাঁর কাছে থাকত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা লেটার হে়ড প্যাড। ফলে সন্দেহ করতেন না অনেকেই। শেষ পর্যন্ত হাতেনাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। কৌশিক সরকার নিউটাউন এলাকার তৃণমূল নেতা বলেই পরিচিত। তাঁর বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ উঠেছে। এমনকী শাসক দলের শীর্ষনেতার নাম করে জায়গা-জমির কেলেঙ্কারি করার অভিযোগও শোনা যায় এলাকায় কান পাতলেই। সম্প্রতি এক ব্যবসায়ী শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন।তিনি অভিযোগে জানান, তাঁর একটি কাজ করে দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন কৌশিক সরকার। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে তাঁকে ডেকেছিলেন ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে। পরে তাঁকে বলা হয়, ‘অভিষেক নেই। তাই দেখা করা যাবে না।’ দু দফায় বেশ কিছু টাকাও নেওয়া হয় তাঁর কাছ থেকে।

পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখার পর গ্রেফতার করা হয় কৌশিক সরকার নামে ওই ব্যক্তিকে। চার কোটি টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চিনার পার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসীর দাবি, বহু মানুষই এমন অভিযোগ তুলেছেন বিভিন্ন সময়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =