শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা শুরু করতে চলেছেন আরজি করের জুনিয়র চিকিৎসকেরা

আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাজে ফেরার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্টও৷ তবে এখনই সম্পূর্ণ ভাবে পরিষেবা শুরু করছেন না আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা৷ তবে শুক্রবার তাঁদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা শুরু করতে চলেছেন তাঁরা৷ শুক্রবার সন্ধেবেলা জুনিয়র চিকিৎসকদের তরফে সাংবাদিকদের জানানো হয়, শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত তাঁদের টেলিমেডিসিন পরিষেবা চলবে৷  এছাড়াও, জানানো হয়, রবিবার জুনিয়র চিকিৎসকদের তরফে আয়োজন করা হবে হেলথ ক্যাম্প৷ যার নাম তাঁরা দিয়েছেন ‘অভয়া ক্লিনিক৷’

আগামী ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযানও রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের৷ আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার রাত ৯-১০ আলো বন্ধ করে মোমবাতি নিয়ে মানববন্ধন করবেন তাঁরা৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + seventeen =