জুনিয়র ডাক্তাররা শুরু করলেন ‘তিলোত্তমা ক্লিনিক’

পরিষেবা শুরু হলেও তা আপাতত হাসপাতালে শুরু হচ্ছে না। সেখানে শুরু হচ্ছে টেলি মেডিসিন পরিষেবা। নির্যাতিতাকে স্মরণ করে এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘তিলোত্তমা ক্লিনিক।’ রোগীদের যোগাযোগ করার জন্য চারটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন জুনিয়র ডাক্তাররা। সেই চারটি নম্বর হল- ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭ ও ৬২৯০৩২৬০৭৯। শনিবার থেকে শুরু হচ্ছে এই পরিষেবা।

এছাড়া আগামী রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবির করা হবে। তবে মূল চিকিৎসা পরিষেবা কবে শুরু করবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে আন্দোলনের পথ থেকে এখনই সরে আসছেন না চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের তরফে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। মূলত পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতেই হবে ওই অভিযান। এছাড়া আগামী ৪ সেপ্টেম্বর মোমবাতি মিছিলে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, ওইদিন রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে মোমবাতি নিয়ে সবাই বাইরে আসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + ten =