প্রায়ই রূপ বদলাচ্ছে আবহাওয়া। দু’দিন রোদ্দুর যেতে না যেতেই হুড়মুড়িয়ে মেঘ, ঝমঝমিয়ে বৃষ্টি। ভরা ভাদ্রে গত কয়েকদিনে ঝোড়ো ব্যাটিং বর্ষার। সক্রিয় মৌসুমী বায়ু। আর একের পর এক নিম্নচাপ। যার জেরে ভিজেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বহু জেলা।
বৃষ্টিতে ভিজেছে উত্তরের কিছু অংশও। বর্ষার বৃষ্টি তেমন না হলেও অগাস্টের শেষ দিকে নায়ক ছিল নিম্নচাপ। এদিকে রবিবারের আবহাওয়া সম্পর্কে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া- নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরে উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে। তারই জন্য মৎস্যজীবীদের জন্য সমুদ্রের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। যদিও মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে দূরে সরে যাওয়ার কারণে তেমন ভারী দুর্যোগের আশঙ্কা আর নেই। রবিবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোম-মঙ্গল বুধ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বহু এলাকায়।হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কোনও কোনও জেলায় ভারী বর্ষণ হতে পারে। এরইমধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। নিম্নচাপ আপাতত দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি গোপালপুরে অবস্থিত।