ফের কাঠগড়ায় ডাক্তার অভীক দে। ফেল করানো, হস্টেল ছাড়া করার অভিযোগের সঙ্গে সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আরজি কর নিয়ে চিকিৎসকদের আন্দোলনকে দমানোর চেষ্টার অভিযোগ উঠছে এই অভীক দের বিরুদ্ধে। প্রসঙ্গত অভীক দে-র নাম উঠে আসে আরজি কর কাণ্ডে এক ভিডিও হাতে আসার পর। যেখানে এক ব্যক্তিতেক দেখা গিয়েছিল লাল জামা পড়ে উপস্থিত থাকতে। ওই লাল জামা পরিবিত ব্যক্তির খোঁজ শুরু করতেই সামনে আসে অভীক দে-র নাম। এরপরই এই অভীক দে-কে কলকাতা পুলিশের তরফ থেকে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে দাবি করা হয়। এদিকে আইএমএ পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে এবার পাল্টা দাবি করা হচ্ছে, ইনি পিজির ডাক্তার। তাহলে এখানে তিনি কী করে এলেন? সেই প্রশ্নগুলি যখন ঘুরপাক খেতে শুরু করেছে তখন
এই অভীক দের বিরুদ্ধেই শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখান। তাঁর কুশপুত্তলিকা তৈরি করে তাতে ঘুঁটের মালা পরানো হয়। সঙ্গে দাবি করা হয়, থ্রেট কালচার চলবে না বলেও।