গত দু’বছরে আরজি কর হাসপাতালে অস্বাভিক মৃত্যুর ঘটনার তথ্য চাইল সিবিআই

দেহ লোপাটের তদন্তে নেমেই গত দু’বছরে আরজি কর হাসপাতালে কতগুলি অস্বাভিক মৃত্যুর ঘটনা ঘটেছে তা জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তথ্য় চেয়ে পাঠাল সিবিআই।

সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে আরজি কর অন্যতম। কলকাতা বা জেলা থেকে অনেক রোগী যাঁরা পথ দুর্ঘটনা, গুলি বিদ্ধ,উপর থেকে পড়ে যাওয়া মতো ঘটনায় আসেন হাসপাতালে। কারও-কারও মৃত্যু হয় এই হাসপাতালেই। এই ধরনের রোগীর মৃত্যু হলে হাসপাতালের মর্গেই ময়না তদন্ত হয়। ফলে আরজি কর কর্তৃপক্ষ কাছে সেই সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য থাকার কথা। সেই সঙ্গে ওই অস্বাভাবিক মৃত্যুর পরে কত দেহ চিহ্নিত হয়ে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে, এবং কত দেহ শনাক্তকরণ না হয়ে মর্গে থেকে গিয়েছে সেই তালিকা এবার চেয়ে পাঠালেন সিবিআই আধিকারিকেরা। এর পাশাপাশি শনাক্ত হয়নি এমন দেহ কতদিন পরে দাহ করা হয়েছে এবং তা কার নির্দেশেই বা দাহ করা হয়েছে এমন তথ্যও চেয়ে পাঠাল কেন্দ্রীয় এজেন্সি। একই সঙ্গে শনাক্ত হয়নি এমন দেহ দাহ করার আগে নিয়ম অনুযায়ী, পোশাক, জুতো এবং ডিএনএ স্যাম্পল সংরক্ষণ করা হয়েছে কি না জানতে চেয়েছেন গোয়েন্দারা। অর্থাৎ, এই তথ্য থেকে গোয়েন্দা আধিকারিকরা বুঝতে চাইছেন অশনাক্ত কোনও দেহ লোপাট হয়েছে কি না সে ব্যাপারে। আর এই তথ্য হাতে পেলে তদন্তে আরও সুবিধা হবে বলেই মনে করছে সিবিআই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =