প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃত সিনহার। পাশাপাশি গণনাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব দিতে হবে আধাসেনাকেও। ভোটের আগেই বেলাগাম হিংসায় উদ্বিগ্ন হয়ে নির্বাচনের দু’দিন আগে এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। সূত্রের খবর, বুধবার এক মামলায় শুনানির সময় মামলাকারীর তরফে গত বারের পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপট সামনে আনা হয়। তোলা হয় বিস্তর অভিযোগ। মামলাকারী এও জানান, ঠাকুরপুকুরের মহেশতলা ব্লকে আগে ভোটের সময় গণনা কেন্দ্রে বিরোধী এজেন্ট ও প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। তাঁদের উপর হামলাও হয়। এই মামলার শুনানি চলাকালীন-ই বিচারপতি অমৃতা সিনহা গণনাকেন্দ্রে যেমন আধাসেনা মোতায়েনের নির্দেশ দেন তেমনই এজেন্ট ও প্রার্থীদেরও নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়ারও নির্দেশ দেন। এদিকে এর আগে নির্বাচন কমিশনে একই দাবিতে হাজির হয়েছিলেন মামলাকারী। যদিও নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ না করায় ২১ তারিখ তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সেই সময়ই নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি দেখার কথা বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরেও নির্বাচন কমিশনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সে বিষয়েই এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী।