পঞ্চায়েত নির্বাচনের সবার চিন্তা হাসাপাতাল ঠিক মতো কোলা থাকবে তো? দিনভর স্বাস্থ্য পরিষেবা আদৌ স্বাভাবিক থাকবে কি না তা নিয়েও চলছে জল্পনা। তবে রাদ্য সরকারের ঘোষণা, রাজ্য জুড়ে স্বাভাবিক থাকবে স্বাস্থ্য পরিষেবা। ইতিমধ্যেই সমস্ত সরকারি হাসপাতালের বহির্বিভাগ চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য বিভাগের অধিকর্তারা একটি বৈঠকও করেন। সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে ভার্চুয়ালি রাজ্যের সমস্ত জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠকের পর রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের আউটডোর, ইনডোর এবং জরুরি বিভাগ চালু রাখার ব্যাপারে সিদ্ধান্তের নির্দেশ জারি করা হয়।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, উপকেন্দ্রগুলিতে আগামী ৮ জুলাই বহির্বিভাগ বা আউটডোর চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার জন্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ৮ জুলাই, শনিবার নিয়মমাফিক সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর চালু থাকছে। একইঙ্গে স্বাস্থ্য কেন্দ্রগুলোর ইনডোর, জরুরি বিভাগও খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মূলত, রাজ্যের সমস্ত গ্রামীণ এলাকাগুলোতে আগামী ৮ জুলাই একদিনে নির্বাচন সংগঠিত হওয়ার কথা রয়েছে। সে কারণে ওইদিন নির্বাচন চলাকালীন স্বাস্থ্য পরিষেবা যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর।