দক্ষিণ দমদমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত পঞ্চম শ্রেণির ছাত্র

দক্ষিণ দমদম পুরসভার ২৭নং ওয়ার্ডের শ্যামনগর দাস ভিলা এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর এগারোর সৃজন সাহার। সূত্রে খবর, পঞ্চম শ্রেণির ছাত্র ছিল এই সৃজন। পরিবারের দাবি, ছেলের জ্বর হয় বেশ কিছুদিন ধরে৷ বৃহস্পতিবার রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপরেই শুক্রবার সকালেই দক্ষিণ দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৃজনকে। তবে শেষরক্ষা হয়নি।

পরিবারের অভিযোগ, শুক্রবার দক্ষিণ দমদম পৌর হাসপাতালে নিয়ে গেলেও সেখানে কোনওরকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। উল্টে তারা পরিষেবা দিতে পারবেন না বলে অন্যত্র সৃজনকে ভর্তি করার পরামর্শ দেন। এরপরেই ওইদিনই  সৃজনকে বেলঘাটা আই ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি বলে অভিযোগ।

সৃজনের পরিবারের তরফে আরও অভিযোগ, আইডি-তে সামান্য স্যালাইনটুকুও দেওয়া হয়নি। আই ডি-তে থাকাকালীন প্লেটলেট দেড় লক্ষ থেকে ৪০ হাজার নেমে যায়। ওইদিন ভোর রাতে সন্তানের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপরে শনিবার সকালে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সৃজনকে ভর্তি করা হয়। ওইদিন বিকেলে সৃজনের মৃত্যু হয়।

এই প্রসঙ্গে সৃজনের মাসি জানান, অন্দোলনের জেরে পরিষেবা তারা পাওয়া যায়নি। আন্দোলনকে তারাও সমর্থন করেন। কিন্তু তাদের মত অসহায় মানুষদের দিকে তাকানো উচিত। এই অন্দোলনের ফলে পরিষেবা না পেয়ে মৃত্যু হয় তাদের সন্তানের।  সৃজনের মায়ের অভিযোগ আরও স্পষ্ট। দক্ষিণ দমদম পুরসভার পৌর হাসপাতালে সঠিক পরিষেবা মেলেনি। তার সাথে আই ডি-তে পরিষেবা না মেলায় তিনি সন্তান হারা হলেন।

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ দমদম পৌরহাসপাতালে কোনও রোগীর সঠিক পরিষেবা পাওয়া যায় না। তাদের পরিষেবা নিয়ে বারবার খবরের শিরোনামে উঠে আসে দক্ষিণ দমদম পৌর হাসপাতাল। জুন মাসেও হাসপাতালের পরিষেবা নিয়ে উত্তেজনা ছড়ায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =