অপারেশনের জন্য এসএসকেএমে ভর্তি হচ্ছেন মুখ্যমন্ত্রী

৬ জুলাই ফের এসএসকেএম  হাসপাতালে ভর্তি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে। সেই জল বার করতেই বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হবেন তিনি। এই অস্ত্রোপচার হওয়ার পরে তাঁকে প্রায় ২৪ ঘন্টা পা সোজা রাখতে হবে। তারজন্য তিনি ওই হাসপাতালেই থাকতে হতে পারে। মুখ্যমন্ত্রী আসার জন্য ইতিমধ্যেই চলেছে কড়া নিরাপত্তার ব্যবস্থার প্রস্তুতি। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে তিনি ভর্তি হবেন। এদিকে ওই কেবিনের চারপাশ সিসিটিভি ক্যামেরায় মুড়িয়ে ফেলা হচ্ছে বলেই সূত্রের খবর।

প্রসঙ্গত, গত ২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারে জরুরি অবতরণের জেরে কোমরে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি আসেন এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে আসার পর তাঁকে এম আর আই করতে নিয়ে যাওয়া হয়েছিল। এমআরআই-এ দেখা যায়, বাঁ হাঁটুর লিগামেন্ট ও হিপজয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে। বাঁ হাঁটুতে জল জমার চিহ্ন রয়েছে। হাসপাতালে সূত্রে খবর মুখ্যমন্ত্রীর, বাঁ হাঁটুর এসিএল অর্থাৎ অ্যান্টিরিওর ক্রুসিয়েট লিগামেন্টে -এ জল জমেছে। যদি ওই জল না বের করা হয়, তবে ব্যাথা বাড়বে। আর যদি জল বেড় করে দেওয়া হয় তবে দ্রুত তাঁর যে চোট তা কমে যাবে। তবে ওই জল বাড় করে দেওয়ার পরে প্রায় ২৪ ঘন্টা পা সোজা করে রাখতে হয়। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও এই নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =