লাইভ স্ট্রিমিং নিয়ে মুখে কুলুপ জুনিয়র ডাক্তারদের

শনিবার আচমকাই স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান যে তিনিও তাঁদের ‘সহযোদ্ধা’। চিকিৎসকদের বারবার কাজে ফেরার বার্তা দেন তিনি। মমতা চলে যাওয়ার পর একপ্রস্থ ফের আলোচনায় বসেন জুনিয়র ডাক্তাররা। পাঁচ দফা দাবিতে অনড় থাকলেও, মমতার সঙ্গে আলোচনার সময় লাইভ স্ট্রিমিং হবে কি না সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সদুত্তর দেননি জুনিয়ার চিকিৎসকেরা। এরপরই জল্পনা শুরু হয়, মুখ্যমন্ত্রীর বার্তাই কি মেনে নিতে চলেছেন কি না তা নিয়ে। সঙ্গে এও চর্চা চলতে থাকে, আলাপ-আলোচনার মধ্য দিয়েই কি তাহলে কাটতে চলেছে স্বাস্থ্য পরিষেবায় অচলাবস্থার জট?

এদিন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অবশ্য জানানো হয়, ‘আমরা আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রীর আজকের পদক্ষেপ ইতিবাচক। তাই যে কোনও সময় যে কোনও মুহূর্তে আমরা আলোচানায় বসেতে চাই।” এরপর তিনি জানান, “আমরা আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রী এসে সুনির্দিষ্ট জায়গা-সময় বলে যাননি। সেই উদ্দেশ্যে আমরা ই-মেইল করেছি। আমরা বলেছি আপনি আমাদের আলোচনার সময় দিন জায়গা দিন। যে মুহূর্তে উনি জানাবেন জায়গা ও সময়, আমরা সেই মুহূর্তে আমরা আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনায় বসব।’ এরই পাশাপাশি লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় কি না তা জানতে চাওয়া হলে স্পষ্ট কোনও উত্তর মেলেনি।বরং জানানো হয়, ‘যে মুহূর্তে মুখ্যমন্ত্রী স্থান-কাল-সময় জানাবেন, আমরা যেই জায়গায় যাব। সেখানে মিডিয়া বন্ধুদের বলব আপনারা ধৈর্য্য ধরে বসুন আমাদের আলোচনা চলছে।” পাশাপাশি এও জানালেন, “আলোচনা যদি করতে হয় খোলা মনে হওয়া উচিত। তবে মিডিয়াকে জানিয়েই যাব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + seventeen =