টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে গেলেন লালবাজারের কর্তারা। সোমবার দুপুরে সার্ভে পার্কের বাড়িতে যান অতিরিক্ত পুলিশ কমিশনার সোলোমন নেশাকুমার, ডিসি এসএসডি বিদিশা কলিতা-সহ অন্যান্য আধিকারিকরা। তিলোত্তমা ধর্ষণ-খুন মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অভিজিত মণ্ডল। কারণ, তাঁর বিরুদ্ধে রয়েছে প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগ।
রবিবার কলকাতা পুলিশ সিদ্ধান্ত নেয় অভিজিৎ মণ্ডলের পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন তাঁরা। এরপরই সার্ভে পার্কের বাড়িতে যান লালবাজারের কর্তারা। পরিবারের সঙ্গে কথা বলে বেরিয়ে অ্য়াডিশনাল সিপি জানান, ‘আমরা কলকাতা পুলিশের পরিবার হিসাবে ওনার পরিবারের লোকজনের পাশে আছি, থাকব।’