জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই সরানো হচ্ছে বিনীত গোয়েলকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক বারবার ভেস্তে গেলেও অবশেষে সেই বৈঠক হয় সোমবার। আর তা হল, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই। এই বৈঠরে জুনিয়র ডাক্তারদের একের পর এক দাবি মেনে নিল সরকার। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল জুনিয়র ডাক্তাররা। তাঁদের সেই দাবি মেনে নেওয়া হল। মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার পদে থাকবেন বিনীত। তারপরই নতুন পুলিশ কমিশনার পাবে কলকাতায়। কে হচ্ছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার? সূত্রের খবর, একাধিক নাম আলোচনায় আসছে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।

তবে শুধু বিনীত নন, জুনিয়র ডাক্তাররা যাঁদের যাঁদের সরানোর দাবি তুলেছিলেন, তাঁদের প্রায় সকলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককেও সরিয়ে দেওয়া হচ্ছে। সরানো হচ্ছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) অভিষেক গুপ্তাকেও। আরজি করের নির্যাতিতার পরিবারেরও একাধিক অভিযোগ ছিল ডিসি নর্থের বিরুদ্ধে।

এদিন বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মিটিং প্রায় ১২টা পর্যন্ত চলেছে৷ ওঁদের পক্ষ থেকে ৪২ জন সই করেছেন, আমাদের পক্ষ থেকে মুখ্যসচিব সই করেছেন৷ এতক্ষণ আলোচনা করতে পেরে আমরা উভয়পক্ষই খুশি৷ ওঁদের বক্তব্য আমরা শুনেছি৷ আমাদের বক্তব্য আমরা ওদের সম্মান দিয়ে শুনিয়েছি৷ ওদের যে পাঁচটা দাবি ছিল, তার মধ্যে প্রথম দাবি আমাদের হাতে নেই৷ সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের নজরদারি চালাচ্ছে৷ আর বাকি চার দাবির মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ দাবি করেছিল৷ ছাত্রছাত্রীদের দাবি মেনে আমরা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিতকর্তাকে সরিয়ে দিচ্ছি৷ তাঁর মানে আমরা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিতকর্তাকে অসম্মান করছি না৷ এই দুজনকে আমরা সরিয়েছি৷ মঙ্গলবার চারটের পর আমরা কলকাতা পুলিশ কমিশনারের পদে বদল আনব, নতুন সিপি দায়িত্ব নেবেন৷ যেহেতেু মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেস আছে৷ বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই ওকে দেওয়া হয়েছে৷’   তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এখনই জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্যের স্বাস্থ্য সচিবকে সরানো হচ্ছে না৷ পাশাপাশি তাঁর দাবি, বিনীত গোয়েল নিজেই নগরপালের পদ থেকে সরে যেতে চেয়েছেন৷ তবে শুধু বিনীত গোয়েল নন, কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও তাঁর পদ থেকে সরানো হচ্ছে৷ কলকাতা পুলিশের এই অফিসারকে নিয়েও আরজি কর কাণ্ডের তদন্তে একাধিক অভিযোগ তুলেছিল নির্যাতিতার পরিবার এবং আন্দোলনকারী চিকিৎসকরা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুলিশে মঙ্গলবার আরও কিছু রদবদল করা হবে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + sixteen =