আরজি কর কাণ্ডে এবার ডাক পড়ল টালা থানার এসআই-এর

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের নজরে টালা থানার আরেক পুলিশকর্মী। আরজি করে ডাক্তারকে খুন-ধর্ষণের তদন্তে নয়া মোড়, সিবিআইয়ের ডাকে দফতরে ডাক পড়ে টালা থানার সাব ইন্সপেক্টরের দায়িত্বে থাকা চিন্ময় বিশ্বাসের। এই তলব পেয়ে রবিবারই তিনি সিজিও পৌঁছান।

আগেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এবার কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে টালা থানার সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাস।

সিবিআই সূত্রে খবর, এদিন তাঁকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ঘটনার পরদিন, অর্থাৎ ৯ অগাস্ট সকালে টালা থানা খবর পাওয়ার পর থানার আইও (তদন্তকারী অফিসার)-এর সঙ্গে এই চিন্ময় বিশ্বাস ঘটনাস্থলে যান। শুরু থেকে তদন্তকারী অফিসারের সহকারী হিসেবে কাজ করেছিলেন তিনি। থানার তরফে তদন্তকারী যে দল কাজ করেছিল তাঁর সদস্য ছিলেন চিন্ময়। পরে লালবাজারের তরফে যে সিট গঠন করা হয়েছিল তাতেও সদস্য ছিলেন এই সাব ইন্সপেক্টর। সিবিআই আধিকারিকদের অনুমান, চিন্ময় বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার জট অনেকটাই খুলে ফেলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =