এ বছর পুজোয় বিদ্যুতের চাহিদা থাকবে সর্বাধিক, জানালেন বিদ্যুৎমন্ত্রী

এ বছর পুজোর দিনগুলিতে বিদ্যুতের চাহিদা সর্বাধিক রয়েছে বলে আগেই জানিয়ে দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিদ্যুৎমন্ত্রী জানান, এই বছর পুজোর দিনগুলোতে বিদ্যুতের চাহিদা সর্বাধিক রয়েছে। এই চাহিদা ১০,৪০০ মেগাওয়াট হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বিদ্যুৎমন্ত্রী এও জানান, গোটা বর্ষাকালজুড়েই দিনভর কন্ট্রোল রুম খোলা ছিল। গত দু’ মাস ধরে এই কন্ট্রোল রুম চলছে। পুজোর জন্য এই কন্ট্রোল রুমকে ব্যবহার করা হবে। জগদ্ধাত্রী পুজোর শেষ পর্যন্ত এই কন্ট্রোলরুম খোলা থাকবে।

এদিন বিদ্যুৎমন্ত্রী এও জানান, ২০১১ সালে যখন অস্থায়ীভাবে দুর্গাপুজোর বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো তখন ২০ হাজার ৯৭০টি পুজো কমিটিকে সংযোগ দেওয়া হয়। ২০২৩ সালে সংযোগ দিতে হয়েছে ৪৭ হাজার ২৭৫টি পুজো কমিটিকে। রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, এ বছর সমস্ত পুজো প্যান্ডেলে বিদ্যুতের বিলে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ডব্লুবিএসইডিসিএল-এর ধারনা, অস্থায়ী বিদ্যুৎ সংযোগ আবেদনের সংখ্যা এই বছর গত বছরের তুলনায় ৪৭,২৭৫ কেও ছাড়িয়ে যাবে। পুজোর সময় রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে দিনভর ১৫৯১টি অফিস খোলা থাকছে।

এবারের পুজোয় বিদ্যুৎ পরিষেবায় যাতে কোনও ধরনের বিঘ্ন না ঘটে তার জন্য় বেশ কয়েকটি পদক্ষেপও নেওযা হয়েছে। এর মধ্যে থাকেছে দিনভর মোবাইল ভ্যান পরিষেবা থাকবে। মোট মোবাইল ভ্যান সংখ্যা থাকবে ৩,৩,৭৮টি। পাশাপাশি পর্যাপ্ত আধিকারিক ও বিদ্যুৎকর্মীর থাকবেন। এছাড়াও বিদ্যুৎ ভবনে ২টি কন্ট্রোল রুম সবসময় খোলা থাকবে পুজোর সময়। যার যেখানে যখন অসুবিধা হবে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

সঙ্গে খোলা হয়েছে দুটি কন্টোরল রুম। যার নম্বর হল ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪। সিইএসসি-র নম্বর হল ৯৮৩১০৭৯৬৬৬ এবং ৯৮৩১০৮৩৭০০।

একইসঙ্গে বিদ্যুত পরিষেবায় গতি আনতে এবার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এই নম্বরের মাধ্যমে একাধিক বিষয়ে জানতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হল ৮৪৩৩৭১৯১২১। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন পরিষেবাই এখন দেওয়া হয়। সিইএসসি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ নম্বরে এ ধরনের পরিষেবা দেয়। এবার ডব্লুবিএসইডিসিএল পরিষেবা দেবে হোয়াটসঅ্যাপের মাধ্য়মে।

এদিকে সমস্ত পুজো কমিটিগুলির কাছে আবেদন করা হয়েছে, বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে সঠিক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের তারের নিচে কোনও স্থানে প্যান্ডেল করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। মণ্ডপের লোক সমাগম স্থল থেকে নিরাপদ দূরত্বে মণ্ডপের বিদ্যুৎ সংযোগ রাখতে বলা হয়েছে। কোথাও কাটা তার ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + twelve =