আরজি কর কাণ্ডের সংবাদ শিরোনামে এসেছে টালা থানা। কারণ, এই থানার অধীনেই পড়ে আরজি কর মেডিক্যাল কলেজ। সেই থানাতেই এবার দায়িত্ব এলেন নতুন অফিসার-ইন-চার্জ। লালবাজার সূত্রে খবর, মলয়কুমার দত্তকে এবার টালা থানার ওসি-র দায়িত্ব দেওয়া হল।
প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার আগে গত ৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ। বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তিও হন তিনি। তারপরই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল মলয় দত্তকে। পরে আরজি কর কাণ্ডে সরাসরি জড়িয়ে পড়ে সেই অভিজিৎ মণ্ডলের নাম। এরপরই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে তিলোত্তমা খুন ও ধর্ষণ-কাণ্ডে গ্রেফতার করা হয়। বর্তমানে জেলে আছেন তিনি। এর আগে মলয়বাবু কলকাতার শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসি হিসাবে কর্তব্যরত ছিলেন। বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে মলয় দত্তের নাম জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবারই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ মণ্ডল। এরপর থেকে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি আছেন তিনি। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জেল সূত্রে খবর। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল অভিজিৎ মণ্ডলকে। জানা যাচ্ছে, আদালত থেকে বেরনোর পর প্রিজন ভ্যানে ওঠার সময়ে আচমকাই হোঁচট খান অভিজিৎ। এক পুলিশ কর্মীকে তাঁকে পড়ে যাওয়া থেকে আটকান। এরপরই অসুস্থতা বোধ করতে থাকেন অভিজিৎ। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে। সেই কারণেই চিকিৎসাধীন প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।