দুর্গাপুজোয় মেট্রোর ব্লু লাইনে নয়া নির্ঘণ্ট

আসন্ন দুর্গাপুজো উপলক্ষে নয়া নির্ঘণ্ট সামনে আনল কলকাতা মেট্রো। সেখানে ঠাকুর দেখার জন্য ব্লু-লাইনে বেশ কিছু বিশেষ পরিবর্তন আনা হয়েছে। আর এই পরিবর্তন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফ থেকে। যেখানে অষ্টমী ও নবমীতে রাতভর চলবে মেট্রো।

চতুর্থী এবং পঞ্চমীতে

মেট্রো যাত্রীদের সুবিধার্থে চতুর্থী এবং পঞ্চমীতে সকাল ৬টা ৫০ মিনিট থেকে ২৮৮ টি পরিষেবা চালাবে কলকাতা মেট্রো। যার মধ্যে ১৪৪টি আপ লাইনে এবং ১৪৪টি ডাউন লাইনে।

প্রথম পরিষেবাঃ

সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।

সকাল ৬টা ৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ

সকাল ৬টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর।

সকাল ৭টয় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।

 

শেষ পরিষেবাঃ

রাত ১০টা ২৮-এ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত।

রাত ১০টা ৩০-এ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।

রাত ১০টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ।

রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম।

 

ষষ্ঠীতে

 

মেট্রোর যাত্রীদের সুবিধার্থে ষষ্ঠীতে সকাল মেট্রো পরিষেবা শুরু সকাল ৬টা ৫০ মিনিটে। এদিন আপ লাইনে ১৪৪টি এবং ডাউন লাইনে ১৪৪টি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এদিন মেট্রো চলবে মধ্যরাত পর্যন্ত।

প্রথম পরিষেবাঃ

সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো মিলবে। সকালে ৬টা ৫০ মিনিটেই দমদম থেকে কবি সুভাষ পর্যন্তও। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু সকাল ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭টায়।

শেষ পরিষেবাঃ

রাত ১১টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো।

রাত ১১টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে রাত ১২টা পর্যন্ত। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো মিলবে রাত ১২টা পর্যন্তই।

 

সপ্তমী, অষ্টমী-নবমীঃ

 

মেট্রোর যাত্রীদের সুবিধার্থে সপ্তমী ,অষ্টমী এবং নবমীতে মেট্রোর তরফ থেকে চালানো হবে ২৪৮টি পরিষেবা। বেলা ১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৪টে পর্যন্ত।

 

প্রথম পরিষেবাঃ

বেলা ১২টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত

বেলা ১টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত

বেলা ১টায় গীতাঞ্জলি থেকে দমদম পর্যন্ত (বিশেষ পরিষেবা)

বেলা ১টয় মহানাযক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (বিশেষ পরিষেবা)

বেলা ১টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

বেলা ১টায় দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত

বেলা ১টায় শ্যামবাজার থেকে কবি সুভাষ (বিশেষ পরিষেবা)

বেলা ১টা ০২ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত (বিশেষ পরিষেবা)

 

শেষ পরিষেবাঃ

রাত ৩টে ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।

রাত ৩টে ৪৮ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।

রাত ৪টেয় দমদম থেকে কবি সুভাষ।

রাত ৪টেয় কবি সুভাষ থেকে দমদম।

দশমীঃ

 

দশমীতে বেলা ১টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। এদিন ১৭৪টি মেট্রো পরিষেবার মধ্যে ( ৮৭টি চলবে আপে এবং ৮৭ চলবে ডাউনে।

প্রথম পরিষেবাঃ শুরু হবে ১২টা বেজে ৫৫ মিনিটে।চলবে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।

বেলা ১টায় মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।

বেলা ১টায় চলবে গীতাঞ্জলি থেকে দমদম পর্যন্ত (বিশেষ পরিষেবা)

বেলা ১টায় মেট্রো মিলবে মহানাযক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (বিশেষ পরিষেবা)

বেলা ১টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত।

বেলা ১টায় দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত।

বেলা ১টায় শ্যামবাজার থেকে কবি সুভাষ (বিশেষ পরিষেবা)

বেলা ১টা ০২ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত (বিশেষ পরিষেবা)।

শেষ পরিষেবাঃ

রাত ১১টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

রাত ১১টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।

রাত ১২টায় দমদম থেকে কবি সুভাষ

রাত ১২টায় কবি সুভাষ থেকে দমদম।

 

একাদশীতে

একাদশীতে সকাল সকাল ৯টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। পরিষেবা দেওয়া হবে রাত ৯টা ৪০ মিনিটে পর্যন্ত। এদিন ১৩০টি  পরিষেবা দেবে মেট্রো।

প্রথম পরিষেবাঃ

সকাল ৯টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর

সকাল ৯টায় দমদম থেকে কবি সুভাষ।

সকাল ৯টায় দমদম থেকে দক্ষিণেশ্বর

সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত

 

শেষ পরিষেবাঃ

রাত ৯টা ২৭ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর

রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত।

রাত ৯টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ।

রাত ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত।

 

দ্বাদশী এবং ত্রয়োদশীঃ

 

মেট্রো যাত্রীদের সুবিধার জন্য দ্বাদশী এবং ত্রয়োদশীতে চালানো হবে ২৩৬টি পরিষেবা। শুরু হবে সকালে ৬টা ৫০ মিনিট থেকে। চলবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

প্রথম পরিষেবাঃ

সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।

সকাল ৬টা ৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ।

সকালে ৬টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর।

সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।

 

শেষ পরিষেবাঃ

রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।

রাত ৯টা ৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।

রাত ৯টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ।

রাত ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 4 =