এনএবিসি-র ‘অব্যবস্থা’ নিয়ে প্রতিবাদ করতেই হ্যাকড জয়তীর ফেসবুক

নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে অর্থাৎ এনএবিসি-তে গিয়ে চরম হেনস্থা ও অব্যবস্থার মুখে পড়তে হয়েছে বাঙালি শিল্পীদের, এমনই অভিযোগে গত কয়েকদিন ছয়লাপ সোশ্যাল মিডিয়া। পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে বিদীপ্তা চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রতিবাদে মুখর সকলেই। এমতাবস্থায় কী কী অসুবিধের মুখে পড়তে হয়েছে, কতটা লাঞ্ছিত হতে হয়েছে, এ সব নিয়েই নিজের ফেসবুক পেজ থেকে একটি লাইভও করেন জয়তী। যে লাইভ ভিডিয়োটি করেছিলেন জয়তী তাতে তিনি জানিয়েছিলেন, কীভাবে শুরু থেকেই নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তাঁকে ও তাঁর টিমকে। কমিয়ে দেওয়া হয় অনুষ্ঠানের সময়, কমানো হয় শো-র সংখ্যাও। তবে শুধু জয়তী নন এনএবিসি-র অব্যবস্থা নিয়ে মুখ খোলেন সাধারণ জনগণও। তাঁদের একটাই দাবি, ক্ষমা চাইতে হবে কর্তৃপক্ষকে।তবে ওই লাইভের পরেই আচমকাই হ্যাকড হয় গায়িকার ফেসবুক পেজ।

হঠাৎ-ই নজরে আসে তাঁর ফেসবুক পেজে গেলে নিজের ডিপির বদলে দেখা যাচ্ছে অন্য একজনের মুখ। এখানেই শেষ নয়, যে লাইভটি তিনি করেছিলেন সেটিও আর দেখা যাচ্ছে না। জয়তী অনুরাগীদের আশঙ্কা নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স অর্থাৎ এনএবিসি-র হয়ে মুখ খোলাতেই মাশুল দিতে হয়েছেন জয়তীকে। ইচ্ছাকৃত ভাবেই হ্যাক করা হয়েছে তাঁর পেজটি। তবে সমগ্র ঘটনায় নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স বা এনএবিসি কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 2 =