একাধিক রেল প্রকল্পের উদ্বোধন রেলমন্ত্রীর, প্রস্তাব উঠল শিয়ালদহের নাম বদলের

পশ্চিমবঙ্গের একাধিক রেল প্রকল্পের উদ্বোধনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার সেখান থেকেই তিনি শিয়ালদহ স্টেশন সহ একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করলেন। শিয়ালদহ স্টেশনের সব লোকাল ট্রেন এবার থেকে ১২ বগির। তার জন্য স্টেশনের দৈর্ঘ্য বাড়ানো, নতুন রেক আনানো সহ সব কাজ সম্পূর্ণ হয়েছে বলেও জানান রেলমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি এও জানান, ‘শিয়ালদহ স্টেশনের ক্যাপাসিটি বাড়ানোর আবেদন ছিল। তাই প্ল্যাটফর্ম দৈর্ঘ্য ও কোচের বগির সংখ্যা বাড়ানো হল। এছাড়া রক্ষণাবেক্ষণের কাজে দ্রুত গতিতে কাজ হল।’

তবে এই প্রসঙ্গে পূর্বতন সরকারকে বিঁধতেও ছাড়েননি তিনি। রেলমন্ত্রীর অভিযোগ, ‘আগের জমানায় কী ভাবে কাজ হত, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন কাজের গতি বেড়েছে। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন বাংলা যা চাইছে তাই দেওয়া হবে। তাই রেলের যা চাহিদা ছিল, তা মেটানো হচ্ছে।’ এরই পাশাপাশি রেলমন্ত্রীর সংযোজন, ‘কলকাতা মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। ২০১৪ সালের আগে কাজ অত্যন্ত শ্লথ গতিতে হয়েছে। ২০১৪ সাল অবধি মাত্র ২৮ কিমি মেট্রোর কাজ হয়েছিল। সেটাও ৪০ বছর ধরে। আর ২০১৪ থেকে ২০২৪ মধ্যে ৩৮ কিমি নতুন কাজ হয়েছে। এটাই কেন্দ্রের কাজ করার কায়দা। যা চল্লিশ বছরে হয়নি তাই মাত্র দশ বছরে হল। কেউ খালি ভাষণ দেয়। আর প্রধানমন্ত্রী মোদি কাজ করে দেখান।’  এই প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণবের দাবি, ‘রাজনীতির উপরে উঠে প্রধানমন্ত্রী বাংলায় ১৪৯৪১ কোটি টাকা রেল প্রকল্পে অর্থ দিয়েছেন৷ রাজনীতি করা সেই লোকেরা জানাক তারা কত টাকা আনত। তারা আনত ৪৩০০ কোটি টাকা। এটাই সবকা সাথ, সবকা বিকাশ। এটাই মোদিজির উন্নয়ন।’

এদিনের অনুষ্ঠান থেকে অশ্বিনী বৈষ্ণব রাজ্য সরকারকে অনুরোধ করেন, ‘রাজনীতি বন্ধ করুন। আপনারা কেন্দ্রকে সাহায্য করুন। ৬১ রেল প্রকল্প আটকে আছে। এর টাকা প্রস্তুত। ভোট শেষ হয়ে গেছে। ভোট এলে রাজনীতি আবার হবে। এখন রাজনীতি দূরে সরিয়ে রেখে উন্নয়ন কাজের মাধ্যমে ন্যায় করুন।’

এদিকে এদিন শিয়ালদহ থেকে রেল প্রকল্পে উদ্বোধনী অনুষ্ঠানে আরও একবার উঠল শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবিও। সেই প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন শিয়ালদহ স্টেশনের অনুষ্ঠান থেকেই রেলমন্ত্রীর সামনেই শমীক বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হোক শিয়ালদহ স্টেশনের।’

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের সবথেকে ব্যস্ততম স্টেশনের মধ্যে একটি হল শহর কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এই স্টেশন সেই ব্রিটিশ আমল থেকেই যাত্রীদের এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার সুবিধা করে দিচ্ছে। বর্তমানে শিয়ালদহ থেকে মেট্রো অবধি চলে, যা সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা দেয়।  এই শিয়ালদহ স্টেশনের নাম আগেই বদলের দাবি উঠেছিল। বিভিন্ন সংগঠনের তরফে সেই দাবি করা হয়েছিল। এবার স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ বুধবার সেই দাবি তোলেন।

এরই রেশ টেনে শমীক এদিন এও বলেন, ‘আজকের রাজনীতি উন্নয়ন কেন্দ্রিক। কেন্দ্রীয় সরকার সংঘর্ষ নয় সম্পৃক্ততা চায়৷ রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নে কেন্দ্র কাজ করবে। একাধিক রেলওয়ে ওভার ব্রিজ পিংক বুকে আছে। কিন্তু বাস্তবায়িত করা যাচ্ছে না। বহু শহর এই রাজ্যের যেখানে তীব্র যানজট হয়৷ এটি বাস্তবায়ন করতে রাজ্যের সাহায্য দরকার। কেন্দ্র যেন এই বিষয়ে রাজ্যের সঙ্গে কথা বলে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =