টানা দশদিন অনশনে অসুস্থ হয়ে পড়ছেন অনশনকারীরা

দশ দিনে পা দিল জুনিয়র চিকিৎসকদের অনশন। আর এর জেরে একে একে অসুস্থ হয়ে পড়ছেনও তাঁরা। এবার অসুস্থ স্নিগ্ধা হাজরা। সূত্রে কবর, বমি-বমি ভাব রয়েছে তাঁরা। অসুস্থ বোধ করেন তিনি। তবে অনশন মঞ্চেই এখনও রয়েছেন তিনি।

এদিকে জুনিয়র চিকিৎসদের তরফে জানানো হয়েছে, টানা দশ দিনের এই অনশনে অনেক অনশনকারীই অসুস্থতা বোধ করছেন। প্রসঙ্গত, জুনিয়র ডাক্তার তনয়া পাঁজাকে ভর্তি করতে হয় হাসপাতালে। মেডিক্যাল কলেজে আপাতত ভর্তি রয়েছেন তিনি। জানা যাচ্ছে, শরীরে কিটোন বডির মাত্রা বেড়েছে তাঁর।

প্রসঙ্গত, নিজের দাবি দাওয়া নিয়ে ৫ই অক্টোবর প্রথম ছয় জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেন। তার মধ্যে স্নিগ্ধা ও তনয়া ছিল অন্যতম। এরপরের দিন অনশনে বসেন অনিকেত মাহাতো। গত বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। তারপর একে একে আরও দুই জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরও ভর্তি করতে হয় হাসপাতালে। অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি হন আরও এক অনশনকারী জুনিয়র ডাক্তার অলোক বর্মাও। সিসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =