এক সপ্তাহ পিছিয়ে গেল পার্থর জামিনের আবেদনের শুনানি

এক সপ্তাহ পিছিয়ে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি। কারণ, বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডির কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। তাতে শীর্ষ আদালতের কাছে সময় চাইল ইডি। আদালত সূত্রে খবর, এদিন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জল ভুয়ানের বেঞ্চ কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার কাছে হলফনামা চায়। জবাবে হলফনামা দেওয়ার জন্য সময় চায় ইডি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডি। ওই মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বৃহস্পতিবার ইডির আইনজীবী এসভি রাজু সওয়াল করেন, জামিনের বিরোধিতা করে তিনি বক্তব্য জানাতে চান। এটি একটি বড় দুর্নীতির মামলা। এরপরেই আদালত ইডির কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি।  টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। অন্যদিকে, বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্‌স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। পার্থ-অর্পিতার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁদের।  হাইকোর্টে অনেক জলঘোলার পর জামিন চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। । সব পক্ষকে নোটিস ইস্যু করে শীর্ষ আদালত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =