কুণাল ঘোষের নিশানায় এবার কলকাতার এক প্রবীণ চিকিৎসক। সারদা মামলায় চিকিৎসক অভিজিৎ চৌধুরীকে জেরা করবার দাবি তুললেন কুণাল ঘোষ। তাঁর আবেদন, বাম জমানায় প্রভাবশালী এই ডাক্তার ও তার সংস্থা লিভার ফাউন্ডেশনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন তদন্ত করে দেখা হোক। এমনই অভিযোগ জানিয়ে লিভার ফাউন্ডেশনের চিকিৎসককে তদন্তের আওতায় আনার দাবি তুলে সিবিআইকে চিঠি দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার দুপুরে সিবিআই দপ্তরে গিয়ে সেই চিঠি দিয়ে আসেন তিনি।
সারদা মামলার শুরু থেকেই তদন্তে সহযোগিতা করছেন কুণাল। নতুন তথ্য পেলে তা তদন্তকারীদের জানিয়েছেন। সেরকমই এবার ডা. অভিজিৎ চৌধুরীকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। সিবিআইকে দেওয়া চিঠিতে কুণাল কয়েকটি বিষয় নিয়ে তদন্তের দাবি তুলেছেন তার মধ্য়ে অন্যতম,
১. ডা. অভিজিৎ চৌধুরী-সুদীপ্ত সেনের পরিচয় ছিল কি না।
২. বাম ঘনিষ্ঠ ডা. অভিজিৎ সিপিএমের তৎকালীন রাজ্য কমিটির এক প্রভাবশালী সদস্যের সঙ্গে সুদীপ্ত সেনের আলাপ করিয়ে দিয়েছিলেন?
৩. ডা. অভিজিৎ চৌধুরীর মাধ্যমে সুদীপ্ত সেন সিপিএমকে টাকা দিয়েছেন কি না বা বিজ্ঞাপনের মাধ্যমে বামেদের মুখপত্রে কোনও টাকা দিয়েছেন কি না।
৪. ডা. অভিজিৎ চৌধুরীর লিভার ফাউন্ডেশনে কি সারদাকর্তা টাকা দিয়েছিলেন কি না।
উপরোক্ত প্রশ্নগুলির উত্তর খুঁজতে সুদীপ্ত সেন এবং অভিজিৎ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করার আরজি জানিয়েছেন কুণাল। এমনকী প্রয়োজনে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করেছেন তিনি। সিবিআই দরকার মনে করলে তাঁকেও ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানান কুণাল।
তাঁর কথায়, ‘সিবিআইয়ের আর সি ৪/১৪ মামলাটি বৃহত্তর ষড়যন্ত্রের মামলা। আমি প্রথম দিন থেকে তদন্তে সহযোগিতা করে এসেছি। নতুন তথ্য পেলে তা তদন্তকারীদের জানিয়েছি। এবারও তাই করলাম।’ পরে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, রাজ্য়ের অন্যতম সিনিয়র চিকিৎসক সম্পর্কে এই তথ্যগুলি সামনে আসছে। এগুলি সঠিক কি না, তা তদন্ত করে দেখুক সিবিআই।
উল্লেখ্য, লিভার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ডা. অভিজিৎ চৌধুরী কোভিড আবহে রাজ্যের স্বাস্থ্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। সম্প্রতি তাঁকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ‘দ্রোহ’ উৎসবের শামিল হয়েছিলেন। জুনিয়র ডাক্তারদের সমর্থনে বিভিন্ন কর্মসূচিতে অংশও নিয়েছিলেন। মিটিং-মিছিলে হেঁটেছেন। সোশাল মিডিয়ায় সরব হয়েছেন। এবার সেই চিকিৎসকের সঙ্গে সারদাকর্তার যোগসাজশ নিয়ে সরব হতে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষকে।