আড়াই দশক ধরে মৃত কনস্টেবলের পরিবার পায়নি পেনশন, স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব ও পুলিশ সুপারকে তলব আদালতের

আড়াই দশক ধরে মৃত পুলিশ কনস্টেবলের পরিবারের ভাগ্যে জোটেনি পেনশন। উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওইমৃত কনস্টেবলের পরিবারের সদস্যরা। এরপর বৃহস্পতিবার আদালতের মৌখিক নির্দেশের পর শুক্রবার সরকারি গাড়ির বদলে পাবলিক বাসে চড়ে আদালতে এলেন স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব। একই নির্দেশে সরকারি গাড়ির বদলে ভাড়া করা গাড়িতে করে আদালতে আসেন হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই শুনানি চলকালীন ওই অফিসারদের কে কী ভাবে আদালতে এসেছেন জানতে চাওয়া হয়। বিচারকের প্রশ্নের মুখে যুগ্ম সচিব জানান, তিনি সরকারি বসে চড়ে এসেছেন। আদালত বাসের টিকিট দেখতে চাইলে তা অবশ্য দেখাতে পারেননি ওই আধিকারিক। অন্যদিকে হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকেও একই প্রশ্ন করা হয়। এসপি জানান, তিনি গাড়ি ভাড়া করে এসেছেন।

এরপরই এই মামলায় আদালতের প্রশ্ন, কেন এতদিন ওই পরিবারকে ফ্যামিলি পেনশন দেওয়া হয়নি? এই প্রসঙ্গে কাটমানি নিয়েও হাওড়া গ্রামীণের এসপিকে কটাক্ষ করেন আদালত। রাজ্যের কৌঁসুলিকে আদালতের নির্দেশ, ‘কেন এতদিন পেনশন দেওয়া হয়নি, তা জানিয়ে স্বরাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিককে সংশ্লিষ্ট এই অফিসারদের সঙ্গেই আগামী সোমবার হাজিরা দিতে হবে। সঙ্গে কারণ দেখাতে  হবে যে কেন এতদিন পেনশন দেওয়া হয়নি।’ অর্থাৎ আদালতের নির্দেশ অনুসারে, হাওড়া এসপি সহ এই অফিসারদেরও সেদিন হাজির থাকতে হবে কলকাতা হাইকোর্টে। একইসঙ্গে রাজ্যের কৌঁসুলিকে জানাতে হবে, কর্তব্যে গাফিলতির জন্য এই অফিসারদের বিরুদ্ধে কী পদক্ষেপ করবে সরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =