পুত্র সৌরভকে হারিয়ে ন্যায় চাইছেন বাবা গণেশ প্রসাদ

২৬ অক্টোবর শুক্রবার ডানার দাপটে দিনভর ঝড়বৃষ্টি চলেছে কলকাতায়। তারই মাঝে সেই রাতেই শহরের বুকে তড়িদাহত হয়ে বেঘোরে প্রাণ হারান সৌরভপ্রসাদ গুপ্ত নামে এক তরুণ।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছিল জাস্টিস দ্বারকানাথ রোডে৷ সেখানে তাঁর বাবার একটি ভুজিয়ার দোকান রয়েছে।তড়িদাহতের ঘটনা কি ভাবে ঘটল তার তদন্তে নেমে সিসিটিভিতে দেখা গিয়েছে জমা জলে টাল সামলাতে না পেরে ঠেলাগাড়ি ধরে দাঁড়ানোর চেষ্টা করেছিল সৌরভ প্রসাদ। আর তখনই তড়িতাহত হয় সে। ওই ঠেলাগাড়িতে হাত রাখতেই বিদ্যুতের প্রবাহে লাল হয়ে উঠেছিল গাড়ির ধাতব অংশ এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপরই নজরে আসে ঘটনাস্থল থেকে অদূরেই মিটার ঘরের চারিদিকে তারের জটলা৷ সেই তার থেকেই বিদ্যুৎ টেনে নিয়ে গিয়ে ডাক্তারের চেম্বারের বিজ্ঞাপনী বোর্ডে আলো জ্বালানো হয়েছিল৷ সেই বোর্ডের বিদ্যুতেই মারা গেলেন সৌরভ৷

২২বছরের ছেলেকে অকালে হারিয়ে শোকে পাথর গনেশ প্রসাদগুপ্তা।বাবা গণেশ প্রসাদের মুখে এখন একটাই কথা, জাস্টিসেরদাবি৷ তিনি জানান, ‘হামকো কুছ নেহি চাহিয়ে, হামে বসন্যায়চাহিয়ে এদিকে সৌরভপ্রসাদের পরিবার সূত্রে খবর, এবার কলেজের তৃতীয় বর্ষে ওঠার কথা ছিল তাঁর। পুলিশে চাকরির জন্য ফর্ম ফিলাপও করেছে সে। কিন্তু শুধুমাত্র অসুস্থ বাবার পাশে দাঁড়াতে, পরিবারের অন্নসংস্থানের জন্য এলাহাবাদ থেকে ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে এসেছিলেন। কারণ, সেখানে তাঁদের নিজেদের বহু পুরনো দোকান রয়েছে সেখানে৷ সেই ব্যবসা সামলাতেই কলকাতায় আসা তাঁর। কিন্তু পারিবারিক ব্যবসা  সামলে আর বাড়ি ফেরা হল না সৌরভের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =