হাইকোর্টে লাইভ স্ট্রিমিংয়ের সময় চলল অশালীন ভিডিও

হাইকোর্টের  বিচারপতি শুভেন্দু সামন্ত এজলাসের শুনানির লাইভ স্ট্রিমিং ইউটিউবে চলাকালীন তারই মাঝে হঠাৎ চলতে শুরু করল অশ্লীল ভিডিয়ো। শুনানির মাঝে এমন আপত্তিকর ভিডিয়ো দেখে চমকে উঠলেন অনেকেই। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় স্ট্রিমিং। কীভাবে ঘটল এমন ঘটনা,  সে ব্যাপারে হাইকোর্টের তরফে খতিয়ে দেখা হচ্ছে সমগ্র বিষয়টি।

আদালত সূত্রে খবর, বর্তমানে হাইকোর্ট ছুটি থাকায় অবকাশকালীন বেঞ্চে চলছে শুনানি। সোমবারও সেভাবেই ৭ নম্বর ঘরে বিচারপতি শুভেন্দু সামন্তর এজলাসে শুনানি চলছিল। বিষয়টি হাইকোর্টের আইটি সেলের তরফে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্ট সূত্রে খবর। সাধারণত কোনও হ্যাক হওয়ার ঘটনা ঘটলে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার কথা। এদিকে সূত্রে খবর, এই ঘটনায় সোমবার সন্ধে পর্যন্ত  নিকটবর্তী হেয়ার স্ট্রিট থানায় এই নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। সে ক্ষেত্রে হাইকোর্টের কোনও কর্মীর গাফিলতি ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, মাসখানেক আগেই সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ হ্যাক হওয়ার অভিযোগ ওঠে। অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে রাতারাতি উধাও হয়ে যায় আরজি কর মামলার শুনানির ভিডিয়ো।নিরাপত্তায় বড়সড় ত্রুটি সামনে আসে ওই ঘটনায়।সুপ্রিম কোর্টের চ্যানেলটিই খুঁজে পাওয়া যাচ্ছিল না।একটি ভিডিয়োতে ক্লিক করলে অপর ভিডিয়ো খুলে যাচ্ছিল।এবার কি সেই একই ঘটনা ঘটল কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে তা নিয়ে চলছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seven =