সিআইডি নোটিসকে চ্যালেঞ্জন জানালেন বিজেপি নেতা এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সিআইডির নোটিসকে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেন তিনি। এদিকে আদালত সূত্রে খবর, আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার।
সূত্রে খবর, হেনস্থার উদ্দেশ্যে মিথ্যে মামলায় নোটিস সিআইডি’র, দাবি অর্জুনের। সিআইডি নোটিস খারিজ এবং নিজের জন্যে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অর্জুন। এরপরই মামলা দায়েরে করার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
প্রসঙ্গত, দীর্ঘদিন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কো–অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় কো–অপারেটিভ ব্যাঙ্কে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে।এই ঘটনায় আগামী ১২ নভেম্বর অর্থাৎ উপনির্বাচনের আগের দিন তাঁকে ভবানী ভবনে তলব করে সিআইডি। অর্জুন সিং আগেই দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এরপরই বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।