নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা। ১৪ নভেম্বরের পর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। নভেম্বরের শেষে নয়; নভেম্বরের মাঝামাঝিতেই শীতের আমেজ আসবে রাজ্যে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে এও জানানো হয়েছে, আবার নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে।উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে।এ সপ্তাহের শেষে এই নিম্নচাপ তৈরি হলে নভেম্বরের মাঝামাঝি তা কোনদিকে যায় সেদিকেই নজর থাকবে আবহাওয়া দফতরের।তবে সবকিছুর পরও দক্ষিণবঙ্গে নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সময়েই পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে।
এর পাশাপাশি এও জানানো হয়েছে, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রবিবার জগদ্ধাত্রী পূজার নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের তিন জেলাতে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে দু–এক জায়গায় হতে পারে। সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে।
অন্যদিকে উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। রবিবার থেকে পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নিচের জেলা মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। আগামী চার–পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনাও নেই।সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে।