আরজি কর কাণ্ডের প্রতিবাদে যে ‘রাত জাগো আন্দোলন’ চলেছে রাজ্য জুড়ে তাতে ‘মিডিয়া হাইপে’র অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে এসে সাংবাদিক বৈঠক করেন কল্যাণ। রাত জাগো আন্দোলনের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘একজন অভিনেত্রী রয়েছেন, যিনি রাত জাগো-তে ছিলেন। তিনি আমার কাছে এসে অভিযোগ করছেন। যাঁরা যাঁরা রাত জাগো আন্দোলনে রাত জাগছেন, তাঁদের মধ্যেও একজন পুরুষ রয়েছেন, নারীর অধিকারকে হরণ করার জন্য।’
তবে এই আন্দোলন প্রসঙ্গে নৈহাটির একটি ঘটনা সম্পর্কে বৃহস্পতিবার এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে বিদ্ধ করতে ছাড়েননি সংবাদ মাধ্যমকেও। বলেন, ‘এরকমও তো হচ্ছে, আপনারাই তো খবর করেছেন। রাতজাগো আন্দোলনে হেঁটেছে দুজনে একসঙ্গে, তারপর প্রেম করেছে, তারপর তুলে নিয়ে গিয়ে রেপ করছে, এটাও তো হয়েছে। নৈহাটিতে এমন ঘটনা ঘটেছে।’ এরপরই সাংবাদিকদের বিঁধে তিনি বলেন, ‘এটা আপনাদের স্ট্র্যাটেজি, যে আপনারা ভালো করে তুলতে পারলেন না। আপনাদের স্ট্র্যাটেজিগুলো ফেল করে গিয়েছে। তুললেন, কিন্তু ধপ করে পড়ে গেল। কাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, তারা কিন্তু ঠিক নয়।’
প্রসঙ্গত, এর আগেও আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানে আন্দোলন হয়েছে, তখন অপর্ণা সেন, মৌসুমী ভৌমিকদের, দীপ্সিতা ধরকেও আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সে আক্রমণ কিছুটা ব্যক্তিগত স্তরে গিয়েও পৌঁছায়। হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে আন্দোলনকারী চিকিৎসকদেরও। এবার ‘মিডিয়া হাইপে’র অভিযোগ তোলেন কল্যাণ।