‘জ্বালিয়ে দাও নবান্ন’। এমনই এক উস্কানিমূলক মন্তব্য রেখেছিলেন সংযুক্তা রায় নামে এক তরুণী, এমনটাই দাবি পুলিশের। সঙ্গে পুলিশের তরফ থেকে এও জানানো হয় যে ফেসবুকে নবান্ন সম্পর্কে এমন মন্তব্য করায় ট্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়।এরপর ট্যাংরা থানায় তাঁকে তলবও করা হয় বলে অভিযোগ।
এদিকে সংযুক্তা রায় নামে তরুণীর এই অভিযোগ পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়েছে তাঁকে। আর এই অভিযোগে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। বৃহস্পতিবার মামালটি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তাকে রক্ষাকবচ দেয় হাইকোর্ট। একইসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, তদন্তে কোনও বাধা নেই। জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে পুলিশকে দিতে হবে নোটিস। রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি।