নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ নিতে মুজাফ্ফর আহমেদ ভবনে বসল ড্রপ বক্স

আরজি কর আবহে সিপিএম ঘোষণা করেছিল তারা মহিলা আইনজীবীদের দল গড়বে। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ সিপিএমের সেই আইনজীবী সেলকে জানালে তারা আইনি পদক্ষেপে সহায়তা করবে। সেই কথা রাখতেই এবারতিলোত্তমা ড্রপ বক্সচালু করল সিপিএম।

সূত্রের খবর, দলের বিভিন্ন দপ্তরে এই ড্রপ বক্স থাকবে। সেখানে সাধারণ মহিলারা তাঁদের বিরুদ্ধে অপরাধ হয়ে থাকলে আইনি সহায়তার আবেদন করতে পারবেন। দলের ছাত্রযুব সংগঠনকে বলা হয়েছে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ড্রপ বক্স বসাতে। পার্টির মহিলা কর্মী ও পার্টির বিভিন্ন সংগঠনের মহিলা সদস‌্যরাও এই ড্রপ বক্সে অভিযোগ জানাতে পারবে। শুধু তাই নয়, সাধারণ কোনও মহিলারাও নিগ্রহের শিকার হলেতিলোত্তমা ড্রপ বক্সেসেই সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি আইনি সহায়তার জন্য আইনজীবী সেলের সাহায্যও নিতে পারেন নিগৃহীতা।

সম্প্রতি তরুণী সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে দল থেকে সাসপেন্ড করা হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। এনিয়ে ইতিমধ্যেই বরানগর থানা অভিযোগ পেয়ে দুবার তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দলের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসিও তদন্ত শুরু করেছে। এসবের মাঝেইড্রপ বক্সবসল মুজাফ্ফর আহমেদ ভবনে। আশা একটাই, নারী নিগ্রহের ক্ষেত্রে দ্রুত আইনি সাহায্য মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =