আরজি করে আত্মহত্যার চেষ্টা নার্সিং ছাত্রীর

ফের শিরোনামে আরজি কর। এবার হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন আরজি কর মেডিক্যালের নার্সিং ছাত্রী। আরজি কর সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ট্রমা কেয়ারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রুমমেটের সঙ্গে অশান্তির জেরেই এই ঘটনা। তবে প্রকৃত কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত।

অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে তিনমাসেরও বেশি সময় ধরে শোরগোল বাংলায়। আঁচ ছড়িয়েছে দেশেও। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে পথে নেমেছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে শনিবার গভীর রাতে আর জি কর মেডিক্যালে আত্মহত্যার চেষ্টা তৃতীয় বর্ষের নার্সিং পড়ুয়ার। ওই ছাত্রীর নাম বুল্টি গড়াই। পুরুলিয়ার বাসিন্দা ওই তরুণী। রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয় ট্রমা কেয়ারে। পুলিশের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আরজি কর সূত্রে খবর, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ওই ছাত্রীর রুমমেটদের।

সূত্রে খবর, কিছুদিন ধরেই ওই ছাত্রীর সঙ্গে তাঁর রুমমেটের বচসা চলছিল। তাও নিতান্তই সামান্য কারণে। সূত্রের খবর, বুল্টি রাতে আলো জ্বালিয়ে পড়াশোনা করতেন। তাতে রুমমেটের আপত্তি ছিল। তা নিয়ে অশান্তি হয়। বুল্টি কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এর জেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই তরুণী। তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। তদন্তে আসল তথ্য উঠে আসবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seven =