আইবি-র রিপোর্টের পরই নিরাপত্তা বাড়ানো হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দুর

কেন্দ্রীয় গোয়েন্দী সংস্থা আইবি তরফ থেকে রিপোর্ট পাওয়ার পরই নিরাপত্তা বাড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এতদিন শুধুমাত্র বাংলায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বিজেপি বিধায়ক। এবার থেকে অন্য রাজ্যেও এই একই নিরাপত্তা পাবেন তিনি।

সূত্রে খবর,  সম্প্রতি আইবি রিপোর্টে  শুভেন্দু অধিকারীর থ্রেট পারসেপশন নিয়ে রিপোর্ট দিয়েছে তারা। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিপদ কতটা তার উল্লেখ রয়েছে রিপোর্টে। এই রিপোর্টের পরই নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয় অমিত শাহের মন্ত্রক। এই প্রেক্ষিতে স্বারষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বাংলা ছাড়া দেশের অন্যান্য রাজ্যেও জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। এতদিন সেখানে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। 

ফলে এবার থেকে শুভেন্দুর সঙ্গে অতিরিক্ত নিরাপত্তারক্ষী থাকবে। কনভয়ে থাকবে বুলেটপ্রুফ গাড়িও। তবে কেন্দ্রের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের শাসকদল। প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরের শেষদিকে রাজ্যের মন্ত্রিত্ব ছাড়েন শুভেন্দু। তার আগেই রাজ্যের তিনটি দপ্তরের মন্ত্রী থাকাকালীন যেজেড প্লাসক্যাটেগরির নিরাপত্তা পেতেন শুভেন্দু, তা ছেড়ে দেন তিনি। বিজেপিতে যোগদানের আগেই কেন্দ্রের তরফে তাঁকেজেডক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। দেওয়া হয় বুলেট প্রুফ গাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =