কলকাতা মেডিক্যাল কলেজের দ্রোহের গ্যালারিতে থাকা তিলোত্তমার মূর্তি ভাঙচুর। শনিবার রাতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ওঠে। তবে এখনও পর্যন্ত সিসিটিভি ফুটেজ কাউকে চিহ্নিত করা যায়নি।
বস্তুত, শনিবার তিলোত্তমার ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল নাগরিক সমাজ ও জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সদস্যরা। মশাল হাতে বিভিন্ন জায়গা থেকে হয় মিছিল। আরও একবার জুনিয়র চিকিৎসকরা এই মিছিল থেকে বার্তা দেন, যতদিন না তিলোত্তমা বিচার পাবে ততদিন পর্যন্ত তাঁরা ময়দান ছাড়বেন না। একইসঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদের জন্য দ্রোহের গ্যালারি তৈরি করেছিলেন। সেইখানেই রাখা ছিল তিলোত্তমার মূর্তি। তবে রবিবার সকালে দেখা গেল ভেঙে ফেলা হয়েছে মূর্তিটি। তাৎপর্যপূর্ণভাবে কেউ বা কারা ভেঙে দিয়েছে মূর্তিটির মুখ।
এই ঘটনায় মেডিক্যাল কলেজের এক চিকিৎসক বলেন, ‘তিলোত্তমাকে তো আমরা রক্ষা করতে পারিনি। এই সমাজ তাঁকে রক্ষা করতে পারেনি। এবার তাঁর মূর্তিও রক্ষা করতে পারলাম না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে।’